শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২৭, ২০২৪ by

সদরে আরো তিন কৃষক পেলেন ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরো দুই কৃষক ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার ও একজন রাইস ট্রান্সপ্লান্টার পেলেন।  সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে এই মেশিন তিনটি কৃষকদেরকে হস্তান্তর করা হয়।
এর মধ্যে বারিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের রমজান আলীর ছেলে শাহজাহান ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোরাজারামপুর মহল্লার কাবির উদ্দিনের ছেলে নিহাল রায়হানকে কম্বাইন হারভেস্টার এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রামকৃষ্টপুর মহল্লার মো. হুসেন আলির ছেলে মো. ইয়াকুব আলিকে রাইস ট্রান্সপ্লান্টার দেয়া হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় এই মেশিনগুলো দেয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেনÑ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবলুসহ অন্যরা।

About The Author

শেয়ার করুন