Last Updated on জুলাই ৩০, ২০২৪ by
সদরে আইনশৃঙ্খলা কমিটির সভা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভাসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাগুলো অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন।
সভায় গত মে ও জুন মাসের আইনশৃঙ্খলা বিষয়ক তথ্য তুলে ধরেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান। এছাড়া অন্যান্য দপ্তর প্রধানগণ তাদের বক্তব্য তুলে ধরেন।
সভায় ডায়াবেটিক হাসপাতালের পেছন, বালিয়াডাঙ্গা গ্রামের পেছন-নদী এলাকা, নামোশংকরবাটী এলাকা, পিয়ারাবাগান এলাকা, শাহীবাগের মসজিদ এলাকাসহ সার্কিট হাউস মোড় হতে রিংপার্ট তৈরির কারখানার রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন রাস্তা, চাঁপাইনবাবগঞ্জ-পলশা-নয়াগোলা এলাকা, জামতলা এলাকা, সন্ধ্যা সিনেমা হলের পেছন এলাকা, বাস টার্মিনাল এলাকা, মহানন্দা বাসস্ট্যান্ড, ঢাকা বাসস্ট্যান্ড এলাকা, বিশ্বরোড মোড় হতে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকা, রেলবস্তি/প্রান্তিক পাড়া এলাকা, হরিমোহন গাবতলা মোড়, আহমদুল্লা উকিলের মোড়, শিবতলা, উপর রাজরামপুর মোড়, বড় ইন্দারা মোড়, শান্তিবাগ, টিবি হাসপাতাল মোড়, ট্রাক টার্মিনাল রাস্তা, রেলস্টেশন, রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ রাস্তা, বটতলাহাট হতে চরমোহনপুর পর্যন্ত রাস্তা, টিকরামপুর গ্রামের পশ্চিম এবং নামোটিকরামপুর পূর্বের ফাঁকা এলাকা, চাঁপাইনবাবগঞ্জ কাঁঠালবাগিচার ছোট ছোট গলি, রাস্তা ইত্যাদিসহ চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় পুলিশি টহল জোরদারকরণসহ অপরাধপ্রবণতা যেন বৃদ্ধি না পায়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে পুনরায় দৃষ্টি আকর্ষণ করা হয়।
অন্যদিকে সভায় বাল্যবিয়ে বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেয়া হয়। সেই সঙ্গে সংশ্লিষ্ট কমিটিগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এছাড়াও একই স্থানে অন্যান্য কমিটির সভাও অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।