সতীর্থদের ফাইনালে চাপ না নেওয়ার পরামর্শ মাশরাফির

134

10-টানা তিন জয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে দারুণ খুশি মাশরাফি বিন মুর্তজা। তবে সেই উচ্ছ্বাসে ভেসে যেতে রাজি নন বাংলাদেশের অধিনায়ক। আসল ম্যাচটাই যে বাকি! সতীর্থদের চাপ না নিয়ে ফাইনালে নিজেদের খেলাটা খেলার পরামর্শ দিয়েছেন দেশসেরা এই পেসার।
রোববার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। বুধবার পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর পর থেকে বাংলাদেশের ভাবনায় কেবল ফাইনাল। মাশরাফি জানান, টানা তিন ম্যাচ জেতায় শিরোপা নির্ধারণী ম্যাচের আগে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।
“এখনও ফাইনাল ম্যাচই বাকি। এখনও বলব সবাইকে মাটিতে পা রাখতে। সবার স্বাভাবিক খেলা খেলতে। সবাইকে অনুরোধ করব অপ্রয়োজনীয় চাপ না নিতে।”  বাংলাদেশের অধিনায়ক জানান, তাদের ফাইনালে খেলার সম্ভাবনা নিয়ে কেউ নিশ্চিত ছিলেন না। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার বিশ্বাস খেলোয়াড়দের ভেতরে ঠিকই ছিল। “খেলোয়াড়দের ভেতরে যে বিশ্বাস ছিল তাতেই কিন্তু কাজ হয়েছে। চেষ্টা করব (ফাইনালে) আমাদের সেরা খেলাটা খেলার। সেরাটা হলে অবশ্যই ভালো খেলা হবে।”  ফাইনালে জয়-পরাজয় নিয়ে ভাবতে চান না মাশরাফি। চার বছরের মধ্যে দ্বিতীয়বার এশিয়া কাপের ফাইনালে খেলাটা উপভোগ করতে চান অধিনায়ক। সতীর্থদের সেই পরামর্শই দিয়েছেন তিনি।