শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১৯, ২০২৪ by

সততা সংঘের অসচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি দিচ্ছে দুদক

চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি দমন কমিশন-দুদক’র উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে গড়া সততা সংঘের অসচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি দিচ্ছে দুদক। চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার ২ জন করে মোট ১০ জনকে মাসিক এক হাজার টাকা করে এই বৃত্তি দেয়া হচ্ছ।
রবিবার বিকেলে একসঙ্গে ৬ মাসের ৬ হাজার টাকা করে এই ১০ জন ছাত্রছাত্রীকে ৬০ হাজার টাকা প্রদান করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর উপপরিচালক মো. মনিরুজ্জামান; জেলা শিক্ষা অফিসার মোহা. আব্দুর রশিদ। সূচনা বক্তব্য দেন- জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু।
এ সময় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহা. ইব্রাহিম হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি রোকসানা আহমদ।
সততা সংঘের এইসব সদস্য আগামী দিনে দুনীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

About The Author

শেয়ার করুন