রবিবার, ৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on এপ্রিল ২৮, ২০২৪ by

সড়ক দুর্ঘটনায় সিলেটে নিহত ৩ যুবক

 

সিলেটে এক সড়ক দুর্ঘটনায় তিন যুবকের প্রাণহানি ঘটেছে। গত শনিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুকুরের ছেলে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), একই গ্রামের ছাদ উদ্দিনের ছেলে জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) ও সোনাসার বাজারের ব্যবসায়ী মো. মঞ্জুর হোসেন (২৪)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে মোটরসাইকেলযোগে স্থানীয় সোনাসার থেকে বাড়ি ফিরছিলেন দেলোয়ার, রেদোয়ান ও মঞ্জুর। সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামের ইটভাটার পাশে পৌঁছামাত্র বেপরোয়া গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের ওই তিন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে এবং একজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

About The Author

শেয়ার করুন