দৈনিক গৌড় বাংলা

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সাবেক কাউন্সিলর সফিকুল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও প্রখ্যাত আলেম মরহুম মাওলানা আব্দুল লতিফের সন্তান মো. সাফিকুল ইসলাম (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার দুপুর ২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
এর আগে গত শনিবার বিকালে শহরের দারিয়াপুরে একটি অটোরিকশা সফিকুলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তিনি মারা যান।
আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন সফিকুল ইসলাম। তিনি ৪নং ওয়ার্ডের সাবেক নির্বাচিত কাউন্সিলরও ছিলেন।
মৃতুকালে স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ এই নেতার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

About The Author