Last Updated on জুন ১১, ২০২৫ by
সড়ক দুর্ঘটনায় পাবনায় মা-মেয়েসহ নিহত ৩
পাবনা জেলার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুন্নার মোড়ের তেলপাম্পের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন (৩০) ও শিশুকন্যা পূর্ণতা। অপরজন উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মণ্ডলের পুত্র আনিছুর রহমান।
হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম পরিবার নিয়ে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি নাটোরে ফিরছিলেন। মাঝপথে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকায় মোটরসাইকেল থামিয়ে সড়কের পাশে লিচু কিনতে যান। তখন তার স্ত্রী ও কন্যা মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় পেছন থেকে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় মফিজুল ইসলামের স্ত্রী, শিশুকন্যা এবং লিচু বিক্রেতা ঘটনাস্থলেই মারা যান। মফিজুল ইসলাম গুরুতর আহত হন।
স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আহত মফিজুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।