সচেতনতার চেয়ে ভালো প্রতিরোধ ব্যবস্থা আর কিছু নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

15

বর্তমান প্রেক্ষাপটে বিশ্ব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম বলেছেন, কোভিড-১৯ পরিস্থিতি থেকে কখন পরিত্রাণ পাওয়া যাবে তা কারও জানা নেই। তাই বর্তমানে সচেতনতার চেয়ে ভালো প্রতিরোধ ব্যবস্থা আর কিছু নেই।
সোমবার বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে কোভিড-১৯ আক্রান্ত রোগীর পরিচর্যা, প্রসূতিদের প্রজনন স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচর্যা এবং কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন জটিলতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা মানুষকে হতাশ হতে দেইনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন পর্যন্ত কোভিড -১৯ পরিস্থিতি সফলতার সঙ্গে মোকাবিলা করতে আমরা সক্ষম হয়েছি। আশা করছি সামনের দিনেও এ সফলতা অব্যাহত রাখতে সক্ষম হব। তিনি বলেন, বিদেশীদের চেয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী ইমাম ও পুরোহিতদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। এতে সমাজ উপকৃত হবে। এ সময় তিনি ধর্ষণসহ সামাজিক অপরাধগুলো জনসচেতনতার মাধ্যমে প্রতিরোধের আহŸান জানান।
স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর সহযোগিতায় উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন রেজা। খবর তথ্য বিবরণির।