শুক্রবার, ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৯, ২০২৫ by

সকল সেক্টরে পরিবর্তন এনে সুখী সমৃদ্ধ দেশ গড়তে চাই
মহারাজপুরে নূরুল ইসলাম বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মহারাজপুর ফিল্টের হাটে কারবালা স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরল ইসলাম বুলবুল।
তিনি বলেন- সমাজের সকল সেক্টরে পরিবর্তন এনে একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাই। নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ ১১ নেতাসহ ৫০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে ওয়ার্ডের অফিস পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছিল। মত প্রকাশের সুযোগ দেয়া হয়নি। কোনো অনুষ্ঠানে গেলেও সেখানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। লাখ লাখ নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে, মামলা দিয়ে জেলে পাঠানো হয়।
তিনি আরো বলেন- ২০২৪ সালের পহেলা আগস্ট ছাত্র-জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়। আমাদের লাখ লাখ নেতাকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচন এবং তার আগেই স্থানীয় সরকারের নির্বাচন দাবি করেন এই জামায়াত নেতা।
মহারাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল আলিমের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য দেন- জেলা জামায়াতের নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেশুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলীম, পৌর জামায়াতের আমির গোলাম রাব্বানী।

About The Author

শেয়ার করুন