Last Updated on ডিসেম্বর ৯, ২০২৪ by
সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা জমা রাষ্ট্র সংস্কার আন্দোলনের
সংবিধান সংস্কার কমিশনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংবিধান বিষয়ক প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। সোমবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবন এলাকায় কমিশনের কার্যালয়ে প্রস্তাবনা জমা দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা।এসময় উপস্থিত ছিলেন- সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, ইমরান ইমন, দিদারুল ভুঁইয়া, সোহেল সিকদার, এহসান আহমেদ এবং আহমেদ ইসহাক।
সংবিধান সংস্কার কমিশনের পক্ষে প্রস্তাবনা গ্রহণ করেন কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ইমরান সিদ্দিক ও ফিরোজ আহমেদ।
সংবিধান সংস্কার প্রস্তাবে বাংলাদেশ সংবিধানের প্রতিটি ধারার ক্ষেত্রে সংযোজন, বাতিল, সংশোধন বা অপরিবর্তিত- এই চারটি বিকল্প প্রস্তাব করা হয়েছে। সংযোজন ও সংশোধনের ক্ষেত্রে কী লেখা হবে সেই প্রস্তাবও দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। বর্তমান সংবিধানের প্রতিটা ধারা ধরে বিস্তৃতভাবে সংযোজন, বিয়োজন, সংশোধন, বাতিল এই প্রক্রিয়ায় একটা পূর্ণাঙ্গ পরিবর্তিত শাসনতন্ত্রের প্রস্তাব দেওয়া হয়েছে।
সংস্কার প্রস্তাবের সঙ্গে চিঠিতে উল্লেখ করা হয়, আমাদের মনে রাখা প্রয়োজন যে, জাতীয় সমঝোতায় না আসতে পারলে আমরা সংবিধানের কোনো সংস্কারকেই টেকসই করতে পারব না। সে লক্ষে পাঁচটি প্রস্তাব দেয় রাষ্ট্র সংস্কার আন্দোলন (রাসআ)। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোÑ সংবিধান সংস্কার কমিশন রাজনৈতিক দল, সংখ্যালঘু সম্প্রদায়, সিভিল সোসাইটি, ব্যবসায়ী, শ্রমজীবী, কৃষিজীবী ও পেশাদার গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় সংবিধান কমিটি গঠন, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে এই সংবিধান সংস্কার প্রস্তাবকে বৈধতা দিতে একটি সংবিধান সভার (গণপরিষদ) নির্বাচন আয়োজন, চূড়ান্ত সংবিধান অনুমোদনের জন্যে গণভোটের আয়োজন, গণভোটে সংস্কার প্রস্তাব পাস হয়ে আসলে নির্বাচিত প্রতিনিধিদের হাতে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রক্ষমতা হস্তান্তর।