সংকটাপন্ন জীবন রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা বিষয়ে কর্মশালা

25

চাঁপাইনবাবগঞ্জে সংকটাপন্ন জীবন রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শহরের সিটি কলেজ মিলনায়তনে ‘ইউকে বাংলাদেশ লাইফ সাপোর্ট গ্রুপ’ এ কর্মশালার আয়োজন করে।
সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম সিদ্দিকী নয়নের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. এ. কে. এম. ফাইজুল হক, ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশী ডা. শরমীন আফরোজ পান্না ও দ্বিতীয় বর্ষের ছাত্র সাদিদ আরেফিন হক আনন্দ, নজিপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মো. মোদাশ্বের হোসেন সুমন ও মোয়াজ্জেম হোসেন চন্দন।
সহযোগী অধ্যাপক ডা. এ. কে. এম. ফাইজুল হক বলেন- একজন বিপদগ্রস্ত ব্যক্তি যেমন পানিতে ডুবে যাচ্ছে, আগুনে পুড়ে গেছে অথবা রোড অ্যাক্সিডেন্টে আহত হয়ে পড়ে আছে কিংবা সাপে কেটেছে অথবা অজ্ঞান হয়ে পড়ে গেছে এমন ধরনের লোকদের জরুরি চিকিৎসা সাহায্য অতীব জরুরি। ওইসব আক্রান্ত ব্যক্তির জীবনরক্ষায় দ্রুত কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলে তাকে সহজেই বাঁচানো সম্ভব। বেসিক লাইফ সাপোর্ট কোর্স এমনই একটি কর্মসূচি যা ৪/৫ ঘণ্টায় যে কারো পক্ষে আয়ত্তে আনা সম্ভব এবং বিপদগ্রস্ত ব্যক্তি তথা নিজের পরিবারের সদস্য বা পথচারীকে নিরাপদে স্বাস্থ্য কেন্দ্রে নেয়া সম্ভব।