ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ থাকতে হবে : ওদুদ এমপি

27

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি বলেছেন, নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছিলাম। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭২ এর ১০ জানুয়ারি দেশে ফিরে আসেন। তখন দেশে সেনাবাহিনী, বিডিআর, পুলিশ বাহিনী, সংবিধান ছিল না, ঢাকার সঙ্গে যোগ বিচ্ছিন্ন করে গেছে পাকহানাদার বাহিনী। এমন একটা পরিস্থিতিতে বঙ্গবন্ধু সংবিধান দিয়েছেন, মাত্র সাড়ে ৩ বছরে তাঁর শাসনামলে আইন-শৃঙ্খলা বাহিনীগুলো তৈরি করেছেন। রাস্তাঘাটগুলো সংস্কার করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করেছেন।
সোমবার সকালে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে জেলা তাঁতী লীগ আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
আব্দুল ওদুদ বলেন- একটি সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে বঙ্গবন্ধু যখন সোনার বাংলা গড়ার কাজে মনোনিবেশ করেন ঠিক তখনই একাত্তরের পরাজিত শক্তি আওয়ামী লীগকে এদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করার জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। কিন্তু তারা তা পারেনি। বঙ্গবন্ধুর দুই কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন বিদেশে থাকায় সেদিন তারা বেঁচে যান।
ওদুদ বলেনÑ বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে শক্ত হাতে আওয়ামী লীগের হাল ধরেন। ৯৬ এর নির্বাচনে জয়লাভ করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু করেন। কিন্তু ২০০১ এর নির্বাচনে আওয়ামী লীগকে ফেল করানো হয়। স্বাধীনতাবিরোধী শক্তি তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালায়। কারণ একটাই, স্বাধীনতাবিরোধী শক্তি জানত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে থাকলে এদেশের উন্নয়ন ঠেকানো যাবে না, আওয়ামী লীগকে আর কোনো দিন হটানো যাবে না। কারণ তারা জানে আওয়ামী লীগ মানেই গণতন্ত্র, আওয়ামী লীগ মানেই উন্নয়ন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেনÑ শেখ হাসিনা ও আওয়ামী লীগকে হটানোর জন্য এখনো ষড়যন্ত্র চলছে। তারা চায় আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়ে লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে। তারা যেন সেটা করতে না পারে সেজন্য আমাদের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রত্যেকতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন- আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে হবে। যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে তবে তা কাটিয়ে উঠে আমাদের নির্বাচনমুখী হতে হবে।
জেলাশহরের শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা তাঁতী লীগের সভাপতি নিক্সন রাহাত রাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা গোলাম শাহনেওয়াজ অপু, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. আখতার হামিদুজ্জামান খোকনসহ অন্য নেতৃবৃন্দ। পরে একটি র‌্যালি বের করা হয়।
নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নাচোল উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে একটি র‌্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ জোহা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সাবেক ছাত্রনেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুবলীগ কর্মী আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবা, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ।