শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু

21

চাঁপাইনবাবগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় এই রথযাত্রা মঙ্গলবার আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। তবে জেলাশহরের নামোশংকরবাটী ঘোষপাড়ায় রথযাত্রা বের করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজন ভক্ত আহত হন।
প্রতিবছর আষাঢ়ের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয় এবারের রথযাত্রা।
মঙ্গলবার বিশ^মানবতার শান্তি ও মঙ্গল কামনায় চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় সনাতন ধর্মাবলম্বীর হাজার হাজার ভক্ত রথযাত্রায় অংশ নেন এবং রশি ধরে রথটি টেনে নিয়ে যান।
বিকেলে উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ ঠাকুরবাড়ী থেকে উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ, বারঘরিয়া বাইশ পুতুল মন্দির, নামোশংকরবাটি রাধাগোবিন্দ মন্দির, ঝিলিম রোডস্থ সুরেন্দ্রনাথ সিংয়ের ছোট ঠাকুরবাড়ী থেকে হরেকৃষ্ণ সংঘ ও চরজোতপ্রতাপ শিবতলা শিবমন্দির থেকে জগন্নাথ দেবের সুসজ্জিত রথযাত্রা বের হয়ে জেলাশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ভক্তরা কীর্তনসহ পূজা-অর্চনায় মেতে ওঠেন।
বারঘরিয়াসহ কয়েকটি মন্দিরে উপস্থিত হয়ে রথযাত্রার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
এদিকে রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে স্বল্পপরিসরে মেলা বসেছে। মেলায় নানান ধরনের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আগামী ২৬ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতরা হলেন- শ্রী সঞ্জয় ঘোষ (৩৫), মিতম ঘোষ (২৫), সমিত ঘোষ (২০), প্রিজয় ঘোষ (৯)। তাদেরকে সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সকলের বাড়ি নামোশংকরবাটি ঘোষপাড়া। অন্য আহতরা ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি আছেন।
ঘোষপাড়া মন্দির থেকে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার সময় রথ বের করার সময় রাস্তার ওপর বাড়ির বিদ্যুৎ সংযোগ লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ।