শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ২৭, ২০২৫ by

শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়লো ওয়ানডে দল


কলোম্বোতে শেষ টেস্টের তৃতীয় দিনে লড়ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এই টেস্ট চলাকালীন সময়ে বাংলাদেশ দলের ওয়ানডে সদস্যরা গতকাল শুক্রবার দুপুরে দেশ ছেড়েছেন। এই বহরে ক্রিকেটারসহ সবমিলিয়ে রয়েছেন ১০ জন সদস্য। দলের সঙ্গে বহরে আছেন তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়সহ বাকি সদস্যরা। কন্ডিশনিং কোচ নাথান কেলিও ছিলেন এই বহরে। গত সোমবার ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করে বিসিবি। নতুন করে দীর্ঘদিন পর ডাক পেয়েছেন নাঈম শেখ। আগামী বুধবার কলম্বোতে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই, ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লেকেলেতে।
বাংলাদেশের ওয়ানডে দল-
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

About The Author

শেয়ার করুন