শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ১২, ২০২৪ by

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ঝোড়ো সূচনা বাংলাদেশ নারী দলের

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৭ উইকেটে ১১২ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। জবাবে শামীমা সুলতানার ৪৮ ও বাকিদের কার্যকরী ইনিংসে ৭ বল বাকি থাকতে সহজ জয় পায় বাংলাদেশ। কলম্বোর পি সারা ওভালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী ‘এ’ দল। দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পায় লঙ্কানরা। কাউশিনি নুথিঙ্গা ও নেথমি পূর্ণার ব্যাটে দেখেশুনে এগোচ্ছিল লঙ্কানরা। ইনিংসের অষ্টম ওভারে প্রথম ছক্কা হাঁকায় লঙ্কানরা। বলের সাথে পাল্লা দিয়ে রান তুলেছেন দুই ওপেনার। এরপরই ধস নামে লঙ্কানদের ব্যাটিংয়ে। ১৩তম ওভারে দলীয় ৭২ রানে ৪০ বলে ২৭ রান করা পূর্ণাকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন ফাহিমা খাতুন। একই ওভারে আরেক ওপেনারকে কাউসিনিকেও ফেরান ফাহিমা। ৩৫ বলে ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন তিনি। এরপর জাহনারা আলম, রিতু মনি, সুলতানাদের বোলিং তোপে নিয়মিত উইকেট হারিয়েছে লঙ্কানরা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১১২ রানে থামে শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। তিন উইকেট শিকার করেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। এছাড়া জাহানারা আলম, সুলতানা খাতুন, রাবেয়া খান ও রিতু মনি প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন। জবাব দিতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সাথী রানী ও শামীমা সুলতানা। পাওয়ার প্লেতে মারমুখী ছিলেন দুইজনই। নিয়মিতই হাঁকিয়েছেন বাউন্ডারি। পাওয়ার প্লের শেষ বলে আউট হওয়ার আগে ২২ বলে তিনটি চারে ২০ রান করেন সাথী। এরপর সোবহানা মোস্তারিকে নিয়ে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন শামীমা সুলতানা। ১২ তম ওভারে ইনিংসের একমাত্র ছক্কা হাঁকান শামিমা সুলতানা। দলীয় ৯৬ রানে শামীমাকে ফেরান থারুকা শেহানি। ৪৪ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৪৮ রান করেন তিনি। শেষদিকে সোবহানা মোস্তারি আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি নারী দলের। তাজ নেহারকে সাথে নিয়ে ৭ বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করেন মুরশিদা খাতুন। সাত উইকেটের জয় পায় বাংলাদেশ নারী ‘এ’ দল। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ নারী ‘এ’ দল।

About The Author

শেয়ার করুন