দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

বিশ্বশান্তি কামনার মধ্যদিয়ে সোমবার চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০ শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি।
সকালে জেলাশহরের শিবতলা চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।
জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সভাপতি শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সূচনা বক্তব্য দেন- কমিটির সাধারণ সম্পাদক নারু গোপাল পাল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ দাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলীপ রায়, সদর উপজেলা কমিটির সভাপতি অর্জুন চৌধুরী, পৌর কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের জেলা সভাপতি শ্রী বিধান ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক রানা প্রতাপ আচার্য, শিবতলা চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরের সাধারণ সম্পাদক অজিত দাস, চাঁপাইনবাবগঞ্জ প্রধান ডাকঘরের সাবেক পোস্টমাস্টার লক্ষণ দাস, ইসকন প্রচার কেন্দ্রের সাধারণ সম্পাদক আশ্রয় নরোত্তম দাস। সভা পরিচালনা করেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী তরুণ সাহা।
অন্যদিকে, জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন- উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী, মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প সহকারী মিলন কুমার দাস, বিশিষ্ট সমাজসেবক গৌরী চন্দ সিতু।
সভায় জেলার বিভিন্ন স্থানের হিন্দু ধর্মাবলম্বীসহ আদিবাসী ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

About The Author