জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ‘শ্রাবণ জোছনায়’ শীর্ষক একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। এটি রচনা করেছেন ইমদাদুল হক মিলন। নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী।
এ প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘এ নাটকের গল্প খুবই চমৎকার। তা ছাড়া চয়নিকা আপার কাজের আলাদা রকমের একটা বৈচিত্র্য থাকে। এতেও তার ব্যতিক্রম হ”েছ না। এই মুহূর্তে এর গল্প সম্পর্কে এখনই কিছু বলতে চা”িছ না। তবে আশা করছি এই নাটকটি দেখলে ছোটপর্দার প্রতি দর্শকদের একটা আগ্রহ জন্মাবে।’
এতে মাহফুজ ছাড়া আরো অভিনয় করেছেনথ আহমেদ রুবেল, তুষারখান, চুমকি , নাঈম, শবনম ফরিয়া, নাজিরা মৌ প্রমুখ। এ নাটকের মাধ্যমে দীর্ঘ দুই বছর পর কোনো ধারাবাহিক নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এটি মাহফুদ আহমেদের শুটিং হাউস বাণীচিত্রের ব্যানারে নির্মিত হ”েছ। এই ধারাবাহিক নাটকটির মাধ্যমে মাহফুজ তার বাণীচিত্রের যাত্রা শুরু করেছেন। এর ব্যানারেই ১০৪ পর্বের এই ধারাবাহিকটি বাংলাভিশনে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রেই জানা গেছে।