শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহান মে দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের বিশ্বরোড মোড়ে এই সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি এনায়েতুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় উপদেষ্টা ও জামায়াতে ইসলামি, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা আবু বকর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মনিমুল হক সাবেক সভাপতি কামাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চলের নেতা আব্দুর সবুরসহ অন্যরা।
‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।