শ্যামপুর চামাবাজারে গণসংযোগ ও মতবিনিময় এমপি শিমুলের

22

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। গণসংযোগকালে তিনি সরকারের উন্নয়ন-সংবলিত লিফলেট বিতরণ করেন।
মঙ্গলবার সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর চামাবাজারে উন্নয়নের লিফলেট বিতরণ করে নৌকার পক্ষে ভোট চান তিনি। এ সময় দোকানদার, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। একইসঙ্গে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করার সুযোগ দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে দেশকে মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান।
এ সময় ডা. শিমুল এমপির সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।