শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১৪, ২০২৪ by

শোষণ-বৈষম্য বিরোধী পথসভা সিপিবি’র

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শোষণ-বৈষম্যবিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ইসরাইল সেন্টু। এতে বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির সম্পাদক আবিদ হোসেন, জেলা কমিটির সদস্য তৌফিকুল ইসলাম, অধ্যাপক সাদিকুল ইসলাম। সভা পরিচালনা করেন- জেলা কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।
বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ভেঙে দেয়া, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, দখলদারিত্ব রোধ, আইনশৃঙ্খলার উন্নতি ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ জনগণের জন্য রাষ্ট্র সংস্কার করার দাবি জানান।

About The Author

শেয়ার করুন