শোকাবহ মাস আগস্টের প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের আয়োজনে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের হুজরাপুরে ব্যাংকটির আঞ্চলিক কার্যালয়ে এ কর্মসূচিতে ব্যাংকের ১৪ কর্মকর্তা-কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন।
কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি ও রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক, রাজশাহীর সহযোগিতা করে।
এ সময় উপস্থিত ছিলেন, ব্যাংকটির চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের সহকারী ব্যবস্থাপক ইকবাল কবীর আকন্দ, চাঁপাইনবাবগঞ্জ শাখার সহকারী ব্যবস্থাপক আখতারুল হক, আঞ্চলিক কার্যালয়ের এসপিও আইনুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জের ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মফিজুর রহমান নয়ন, অগ্রণী ব্যাংক অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও সিবিএ সভাপতি লাল চাঁন্দ শেখ ও সাধারণ সম্পাদক ইয়াসিন আলী।