চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের শেহালা কলোনীতে শেখ রাসেল স্মৃতি পাঠাগারে সোমবার মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে এলাকার ৭০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে চিকিৎসা প্রদান করেন বারিন্দ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী।
এসময় অধ্যাপক ডা. গোলাম রাব্বানী-বলেন বর্তমান সরকার সবার জন্য স্বাস্থ্য সুনিশ্চিতকরণে যে প্রয়াস সেখানে আমার এই ফ্রি চিকিৎসা সেবা যদি কিঞ্চিত পরিমাণ অবদান রাখতে পারে তাতেই আমি খুশি।
উল্লেখ্য, এলাকার গরীব দুঃখী অসহায মানুষের সুবিধার্থে তিনি মাঝেমধ্যেই বিনা টাকায় চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।