শেষ হয়েছে গার্ল ইন স্কাউটের উপদল নেতা কোর্স

14

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শেষ হয়েছে গার্ল ইন স্কাউটের উপদল নেতা কোর্স। সোমবার সকালে অংশগ্রহণকারী স্কাউট সদস্যদের সনদ প্রদানের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।
সনদপত্র প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন- হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির আখতার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি একরামুল হক।
এর আগে রবিবার রাতে মহাতাঁবু জলসায় সাংস্কৃতিক নানা আয়োজনে অংশ নেয় স্কাউট সদস্যরা। মহাতাঁবু জলসায় অতিথি ছিলেনÑ বাংলাদেশ স্কাউটসের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সহসভাপতি মোসফিকুর রহমান, সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া সাগর, রিনা আখতার জাহান, সাধারণ সম্পাদক গোলাম রশিদ।
উপদল নেতা কোর্সের কোর্স লিডার ছিলেনÑ জেলা কাব লিডার মাহফুজুর রহমান। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেনÑ জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, উপজেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদ, উপজেলা স্কাউট সম্পাদক গোলাম সারওয়ার, অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় রাজশাহীর ইউনিট লিডার হাসলিমা কেবিসহ অন্যরা।
জেলা স্কাউটের আয়োজনে গত ১৬ ফেব্রুয়ারি শুরু হওয়া উপদল নেতা কোর্সে প্রাথমিক চিকিৎসা, পাইওনিয়ারিং, হাইকিং, সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এতে জেলার সব উপজেলার গার্ল ইন স্কাউটের ৪২ জন্য সদস্য অংশ নেন।