Last Updated on অক্টোবর ৩১, ২০২৪ by
শেষ হলো বাল্যবিয়ে প্রতিরোধে জীবন দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে জীবন দক্ষতা বিষয়ে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কিশোর-কিশোরীদের নিয়ে ব্যাচভিত্তিক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে। এই ওরিয়েন্টেশনে ৬টি ব্যাচ অংশগ্রহণ করে। এর মধ্যে প্রধান শিক্ষকদের দুই ব্যাচে একদিন করে এবং সহকারী শিক্ষক (মহিলা) ও কিশোর-কিশোরীদের ৪টি ব্যাচে ভাগ করে তিন দিন করে প্রশিক্ষণ দেয়া হয়।
গত ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত ১৪ দিন জেলাশহরের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৬ ও ১৭ অক্টোবর দুই দিন দুই ব্যাচে প্রধান শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের শেষ দিনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা অফিসার মো. আবদুর রশিদ, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. মেসবাহ উদ্দিন ও সহকারী পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আবদুল আলিম, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমান।
সদর উপজেলার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কিশোর-কিশোরীদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে পলশা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক হোসেন, বালিয়াডাঙ্গা দারুস সুন্নাত মাদ্রাসার সহকারী শিক্ষক এটিএম ফরহাদ রেজা, দেবীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. শামিমা আকতার, জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম রেজা, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. নিলুফার ইয়াছমিন ও হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. সাহিদা আকতার জাহান প্রশিক্ষণ দেন।
জাতিসংঘের জনসংখ্যা তহবিলের অর্থায়নে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় বাল্যবিয়ে প্রতিরোধে জীবন দক্ষতা বিষয়ক কর্মসূচিটি বাস্তবায়ন করছে কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি)। চাঁপাইনবাবগঞ্জের এই প্রশিক্ষণ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিল জেলা শিক্ষা অফিস ও ৫ উপজেলা শিক্ষা অফিস।
একই সময়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোলে পৃথকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জের ২৫২টি স্কুল ও ১০০টি মাদ্রাসার প্রধান শিক্ষক, একজন সহকারী শিক্ষক (মহিলা) ও দুজন কিশোর-কিশোরী অংশ নেন।
এর আগে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৯-১১ অক্টোবর তিন দিনব্যাপী ২২ জন প্রশিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণের শেষ দিনে জানানো হয়, বাল্যবিয়ের আধিক্যতার দিক বিবেচনায় চাঁপাইনবাবগঞ্জ, বাগেরহাট ও কক্সবাজার জেলায় সর্বমোট ১ হাজার ৯৪টি মাধ্যমিক প্রতিষ্ঠানের (৭৯৭টি স্কুল ও ২৯৭টি মাদ্রাসা) প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক (মহিলা), দুজন কিশোর-কিশোরীকে ১৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত একযোগে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষক নিজ নিজ প্রতিষ্ঠানের ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের একইভাবে প্রশিক্ষিত করবেন। সহকারী শিক্ষককে এ বিষয়ে সহযোগিতা করবেন প্রশিক্ষিত দুই কিশোর-কিশোরী।
আরো জানানো হয়, এই প্রকল্পের উদ্দেশ্য হলো, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পর্যায়ে জীবন দক্ষতা শিক্ষার প্রসারের মাধ্যমে বাংলাদেশে বাল্যবিয়ে হ্রাস ও বিদ্যালয় হতে শিক্ষার্থী ঝরে পড়া রোধ করা।