মেলায় যেতে কোনো যানবাহন লাগেনি। গুণতে হয়নি ভাড়াও। তবে ব্যবহার করতে হয়েছে স্মার্ট ফোন অথবা কম্পিউটার কিংবা ল্যাপটপ। অর্থাৎ ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করে ইচ্ছেমতো মেলায় ঘুরে বেড়িয়েছেন বহু মানুষ। আর এভাবেই মঙ্গলবার শেষ হয়েছে তিন দিনব্যাপী অনলাইন ডিজিটাল মেলা।
সাধারণ মেলার মতো প্রযুক্তির দ্বারা আয়োজিত মেলায় স্থাপন করা হয় ৭টি প্যাভিলিয়ন। মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত তিন দিনের অনলাইন ডিজিটাল মেলায় এই ৭টি প্যাভিলিয়নে ছিল মুজিববর্ষ, ই-সেবা, ডিজিটাল সেন্টার ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ, কোভিড-১৯, বিভিন্ন স্টার্টআপ ও তরুণ উদ্ভাবকদের উদ্যোগ, শিক্ষা ও কর্মসংস্থান, জেলা ব্রান্ডিং। প্রতিটি প্যাভিলিয়নে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এছাড়া ছিল কুইজ প্রতিযোগিতা ও বুক রিভিউ।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার (আইসিটি) চন্দন কর জানান, কুইজ প্রতিযোগিতায় দেড় শতাধিক ব্যক্তি এবং বুকরিভিউতে অর্ধশত ব্যক্তি অংশগ্রহণ করেছেন। জেলা বাতায়নে জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে।