Last Updated on মে ২১, ২০২৫ by
শেষ হয়েছে তিন দিনের কাব ব্যাজ কোর্স
চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে তিন দিনের কাব ব্যাজ কোর্স। বুধবার বিকালে সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। পরে তিনি অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।
তিন দিনের এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮ জন কাব সদস্য অংশগ্রহণ করেন। এতে কোর্স লিডারের দায়িত্ব পালন করেন কে এ এম মাহফুজুর রহমান। প্রশিক্ষক ছিলেন— গোলাম রশিদ, রাকিব উদ্দীন আহমেদ, রাজিয়া সুলতানা খুশি।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে অতিথি হিসেবে অংশ নিয়ে কাব সদস্যদের উৎসাহ ও দিকনির্দেশনা দেন— সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. আব্দুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকে।
চাঁপাইনবাবগঞ্জ স্কাউটসের সম্পাদক গোলাম রশিদ জানান, তিন দিনের এ প্রশিক্ষণে কাব সদস্যদের শাপলা কাব অ্যাওয়ার্ডের জন্য বিভিন্ন ব্যাজ অর্জনের কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। সেই সাথে সম্মানিত অতিথিদের সান্নিধ্য কাব সদস্যদের অনুপ্রেরণা জোগাবে।