বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ১৬, ২০২৪ by

শেষের দিকে শাওন-পাওলিদের ‘নীল জোছনা’

ঢাকায় নতুন সিনেমার শুটিং করছেন কলকাতার অভিনেত্রী পাওলি দাম। এ ছবির নাম ‘নীল জোছনা’। এ ছবি দিয়ে দীর্ঘদিন পর সিনেমায় ফিরছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। প্রায় ১৬ বছর পর সিনেমার জন্য ক্যামেরার সামনে দাড়ালেন শ্রাবণ মেঘের দিনের কুসুম। এই ছবিতে শাওন ও পাওলি অভিনয় করছেন পার্থ বড়ুয়া, এফ এস নাঈম, ইন্তেখাব দিনারের সঙ্গে। জানা গেছে, ফাখরুল আরেফীন খান পরিচালিত সিনেমাটির শুটিং শেষের পথে। আজ বুধবার মানিকগঞ্জে শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হবে এর ৯৫ ভাগ দৃশ্যায়ন। এর আগে ৪ জুলাই বিএফডিতে শুটিং শুরু হয় ছবিটির। এতে যোগ দিতে ঢাকায় আসেন পাওলি। ছবির অন্যান্য শিল্পীদের সঙ্গে শুটিংয়ে যোগ দেন তিনি৷ শুটিং শেষ করে ১৮ জুলাই কলকাতায় ফিরে যাবেন তিনি। এর আগে তিনি শেষবার ঢাকায় আসেন কোভিডের আগে, দুই বাংলার একটা পুরস্কার অনুষ্ঠানের আয়োজনে। ২০১৭ সালে মুক্তি পায় তার ছবি ‘সত্তা’। সেই ছবিতে তার নায়ক ছিলেন শাকিব খান। ছবিটির জন্য বেশ প্রশংসিত হন পাওলি।

 

About The Author

শেয়ার করুন