বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১৩, ২০২৪ by

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত চারজন

শেরপুর জেলার নকলা উপজেলায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধরা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা এলাকার সুলতান মিয়ার মেয়ে সুবিনা আক্তার (২০) এবং ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার উত্তর শাহাপুর এলাকার আবুল কাশেমের ছেলে আলাল উদ্দিন (৩৫)।
এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তারা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে আদনান ছাবিত (৩), মেয়ে তোবা আক্তার (১৬) এবং তার স্ত্রী উম্মে সালমা (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নকলা উপজেলার পাইস্কা এলাকায় ময়মনসিংহ থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গুরুতর অবস্থায় আহতদের ময়মনসিংহে নেয়ার পথে আরো দুজন মারা যান।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, ময়মনিংহের ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় জেলার ফুলপুরের আলাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

About The Author

শেয়ার করুন