দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ : ছাত্রদলের শোক র‌্যালি

বিএনপির নেতাকর্মীদের গুম-খুন ও ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। এছাড়া একই দাবিতে শোক র‌্যালি করেছে জেলা ছাত্রদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার পৃথক আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
বিকালে জেলা যুবদলের আয়োজনে জেলাশহরের পাঠানপাড়ায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বড় ইন্দারা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রহমান অনু।
এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় নিহত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল নবাবগঞ্জ ক্লাবের সামনে থেকে একটি শোক র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা ও সদস্য সচিব সাদ্দাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সদস্য জাকির হোসেন, নাজিব ওয়াদুদ অমি, আব্দুর রাকিব, শহিদুল ইসলাম, আক্তারুজ্জামান।
বক্তারা শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এর সঙ্গে জড়িতদের বিচারের জোর দাবি জানান।

About The Author