শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী না করলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে : এমপি জেসি

32

চাঁপাইনবাবগঞ্জে তৃণমূল পর্যায়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- প্রচারে উঠান বৈঠক অব্যাহত রেখেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। তারই অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুরে উঠান বৈঠক করেন তিনি।

উঠান বৈঠকে উপস্থিতিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা দিচ্ছেন। শিশুরা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্য উপবৃত্তি দিচ্ছেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কথা তুলে ধরেন।
এছাড়াও তিনি বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, পায়রা সমুদ্রবন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বর্তমান সরকারের আমলে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং সকল সেক্টরের উন্নয়ন চিত্র তুলে ধরেন।
এমপি জেসি বলেন, এই দিয়াড় অঞ্চলের মানুষ কোনোদিন কল্পনাও করেনি যে তারা দিনে দিনে শহরে গিয়ে বাড়ি ফিরতে পারবে। কিন্তু ‘শেখ হাসিনা’ সেতু নির্মাণের ফলে এখন যখন-তখন শহরে যাতায়াত করছেন। পদ্মা নদীর বাঁধ নির্মাণ করে নদী-তীরবর্তী মানুষকে ভাঙনের হাত থেকে রক্ষ করেছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতা আনতে হবে, আওয়ামী লীগ সভাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। তা না হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়নে বিশেষ করে নারীর ক্ষমতায়নে বাল্যবিয়ে একটি সমস্যা, এই সমস্যা দূরীকরণে আপনারা সন্তানদের বাল্যবিয়ে দিবেন না, তাদেরকে লেখাপড়া করার সুযোগ করে দিবেন। মনে রাখবেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এখন ডিজিটাল বাংলাদেশে বাস করছি। ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ গঠন করতে কাজ করছে সরকার। তাই সবাইকে স্মার্ট হতে হবে।
পরে তিনি দুস্থ নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন এবং একজন দরিদ্র ব্যক্তিকে চিকিৎসা হিসেবে আর্থিক অনুদান প্রদান করেন।
শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিকুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে আরো বক্তব্য দেনÑ বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের অবসরপ্রাপ্ত পরিচালক ড. সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল, নারী ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, জেলা পরিষদ সদস্য তসলিমা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩, নাজনীন ফাতেমা জিনিয়াসহ অন্যরা।