জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের সহোযগিতায় জেলা শিশু একাডেমি আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম।
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেন, আমাদের শেখ রাসেল হয়তো ৯৮ বছর বাঁচতে পারতো, হয়তো সাহিত্যে নোবেল পুরস্কার পেতে পারতো। ১০ বছর কিংবা ১১ বছর বয়সে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা পরম শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করবো, তার আত্মার মাগফেরাত কামনা করবো। তার স্মৃতি আমরা ধরে রাখবো। শেখ রাসেল আমাদের ভালোবাসা, আবেগ, অনুপ্রেরণা। আমরা তার জিবন থেকে অনুপ্রেরণা নেব।