শেখ মুজিব মানে

42


মোহা. সাইদুর রহমান

শেখ মুজিব মানে-
প্রাচীন মধ্যযুগের বাঙালির স্বাধীনতার সুর
এদেশের স্বাধীনতা আদায়ের ঝকঝকে মুকুর
যুগ-যুগান্তরের অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান

শেখ মুজিব মানে-
বাঙালির জাতীয়তাবাদীর অপ্রতিরোধ্য কণ্ঠস্বর
জনতার গণতান্ত্রিক ভোটের অধিকার
শ্রমের ন্যায্য পাওনা আদায়ের বলিষ্ঠ সংগ্রাম

শেখ মুজিব মানে-
সোনার বাংলা গড়ার সাহসী প্রত্যয়
বিশ্বের দরবারে এদেশের অমর্ত্য পরিচিত
বাঙালির স্বপ্ন পূরণের অসাধ্য সাধনা

শেখ মুজিব মানে-
ভবিষ্যতে দেশ গড়ার সিঁড়ি
ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর কণ্ঠে স্বাধীনতার সূতিকাগার
১৯৫৪ সালের নির্বাচনে বাঙালির নতুন দিগন্ত

শেখ মুজিব মানে-
আইয়ুব খানের একনায়কত্বের বিরুদ্ধে সফল ব্যারিকেড
১৯৬৬ সালে বাংলার স্বাধীনতার ইশতেহার
১৯৬৯ সালের স্বাধীনতার গণঅভ্যুত্থান

শেখ মুজিব মানে-
পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাঙালির বঙ্গবন্ধু
১৯৭০ সালে নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতার ম্যানডেট
রেসকোর্স ময়দানে ৭ই মার্চের ভাষণ স্বাধীনতার দিকনির্দেশনা

শেখ মুজিব মানে-
২৬শে মার্চ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা
বিভিন্ন আন্দোলনের ছোট-বড় সাগরের উত্তাল ঢেউ
১৬ই ডিসেম্বর বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশ

শেখ মুজিব মানে-
সর্বকালের বাংলার শ্রেষ্ঠ সন্তান
আমরা এদেশের বঙ্গবন্ধুর অমর মানসপুত্র
বাঙালির ভবিষ্যতের অপরাজেয় শক্তি

শেখ মুজিব মানে-
সকল ভয়-ভীতি পদদলিত করে অমিয় শক্তি
নিঃস্বার্থ দান ও ত্যাগের দৃষ্টান্ত
বাংলার কৃষক-শ্রমিক-জনতার প্রত্যাশা পূরণ

শেখ মুজিব মানে-
এক আশ্চর্য সাহস ও প্রতিবাদের ঠিকানা
জনতার মুক্তির জন্য জীবন বিপন্ন করে কারাবাস
বাংলাদেশের স্বাধীনতার অকল্পনীয় জাদুকর
বিশ্বের সকল নেতাকে ছাপিয়ে উঠা মূর্ত প্রতীক।