বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ২৫, ২০২৪ by

শুটিংয়ে আহত ব্র্যাড পিট

শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়লেন জনপ্রিয় হলিউড অভিনেতা ব্র্যাড পিট। ‘এফ ওয়ান’ নামের ওই সিনেমার নাটকীয় গাড়ি দুর্ঘটনার সঙ্গে জড়িত একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। রেসিং গিয়ার পরিহিত ৫৯ বছর বয়সী এই অভিনেতা ক্রুদের ধরে রাখা ম্যাটের ওপর পড়ার আগে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সরে যেতে দেখা গেছে। অভিনেতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, পুরো রেসিং গিয়ার পরিহিত ব্র্যাড পিট দুর্ঘটনাস্থল থেকে পায়ে হেঁটে আসছেন এবং শেষে ক্রু মেম্বারদের পেতে রাখা একটি ম্যাটের উপরে পড়ে যান। এই ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ব্র্যাড পিটের টিম অভিনেতার এফ ওয়ান সিনেমার চরিত্রের নাম নিয়ে হেলথ আপডেট শেয়ার করেছেন। যেখানে লেখা হয়, ‘কোয়ালিফাইং রাউন্ডের সময় সানির শরীর একটু অসুস্থ হওয়ার মেডিক্যাল হেলপের প্রয়োজন পড়ে। ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সানির স্বাস্থ্য এই মুহূর্তে আমাদের শীর্ষ অগ্রাধিকার। সানির শরীর সুস্থ থাকলেও তিনি আপাতত রেসে অংশগ্রহণ করবেন না। তিনি নিজের সেরে ওঠায় মনোনিবেশ করবেন। আমরা আরো আপডেট পেলে আপনাদের জানাব।’ ব্র্যাড পিট অভিনীত আসন্ন আমেরিকান স্পোর্টস ড্রামাটি পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি। যিনি টম ক্রুজ হিট টপ গান: ম্যাভেরিক-এ তার কাজের জন্য পরিচিত। স্ক্রিপ্ট লিখেছেন এহরেন ক্রুগার। প্রযোজনা করেছেন জেরি ব্রুক হিমার, যিনি প্রযোজনাও করেছিলেন টপ গান। ২০২৫ সালের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এফ ওয়ান। হাভিয়ের বারদেম, টোবিয়াস মেনজিস, কেরি কনডন, সারাহ নাইলস এবং ইদ্রিস এলবার মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ব্র্যাড পিট।

About The Author

শেয়ার করুন