বিপাশা রবি দাস
চাঁপাইনবাবগঞ্জ জেলার নিউমার্কেট বাজারে শুক্রবার চড়া দামেই বিক্রি হয়েছে সবজি। দাম বৃদ্ধির কারণে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ। শুক্রবার বাজারে ৫০ টাকার কমে কোনো সবজি বিক্রি হয়নি বলে জানিয়েছেন ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন, আমদানি কমের জন্যই সবজির দাম বেশি।
বাজারে গত সপ্তাহের তুলনায় প্রায় সকল সবজির দাম বেড়েছে বলে জানান আব্দুল রশিদ ও শহিদুল ইসলাম। তারা জানান, আলু ৪০ থেকে বেড়ে ৪৫ টাকা, দেশী আলু ৫০ টাকা, বেগুন ৬০ থেকে বেড়ে ৭০ টাকা, পটল ৫০ থেকে বেড়ে ৬০ টাকা, ঢেঁড়শ ৫০ থেকে বেড়ে ৬০ টাকা, বরবট্টি ৬৫ থেকে বেড়ে ৭০ টাকা, বিদেশী করলা ৮০ থেকে বেড়ে ৯০ টাকা, দেশী করলা ১০০-১২০ টাকা, শসার দাম বেড়ে ৮০ টাকা, কাঁচকলা ৫০ থেকে বেড়ে ৬০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, কাঁচামরিচ ২২০ টাকা, পেঁপে ২৫ থেকে বেড়ে ৩০ টাকা, কচু ৪০ থেকে বেড়ে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দাম বাড়ার কারণ জানতে চাইলে তারা বলেন, এখানকার বাজারে বিক্রির জন্য বেশির ভাগই সবজি আসত নওগাঁ, নাটোর, বগুড়া অঞ্চল থেকে। কিন্তু সেসব অঞ্চল বর্ষার পানিতে ডুবে গেছে। তাই ওসব অঞ্চল থেকে সবজি আসছে না। আর স্থানীয়ভাবে উৎপাদিত সবজি সরবসাহ করে চাহিদা মেটানো যাচ্ছে না। প্রয়োজনের চেয়ে কম আমদানি হওয়ায় সবজির দাম বেশি।
নিউমার্কেট বাজারে মুদি পণ্য বিক্রেতারা জানান, শুক্রবার বিদেশী পেঁয়াজ মান ভেদে ৮০-৮৬ টাকা, দেশী পেঁয়াজ ৯০ টাকা, আদা ১০০ থেকে ১২০ টাকা, নতুন আদা ৭০-৮০ টাকা, বিদেশী রসুন ৭০-৭৫ টাকা, দেশী রসুন ৯০-১০০ টাকা, মুসর ডাল কেজিপ্রতি ৪-৫ টাকা বেড়ে ৭৫ এবং ভালোটা ১১৫ টাকা, আটাস চালের দাম বেড়ে ৫০ এবং মিনিকেট চালের দাম বেড়ে ৫৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শুক্রবার বাজারে মাছের আমদানি কম বলে জানান বিক্রেতা মুকুল রহমান ও জয়নুল আবেদিন। তবে দাম স্বাভাবিক আছে- এ কথাও জানান তারা। মিরকা ১৬০ টাকা, এক কেজির রুই ২৪০ টাকা, ৬০০ গ্রামের রুই ২০০ টাকা, দুই কেজি ওজনের সিলভার কার্প ১৬০ টাকা, বাসোট মাছ ৪৪০ টাকা, ময়া মাছ ২৮০ টাকা, পিয়লি মাছ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে ইলিশ মাছ বিক্রেতা শুকুরউদ্দিন বলেন, আজ ইলিশ মাছের দাম সর্বোচ্চ। তিনি জানান, গত কয়েক দিন আগে কেজির ইলিশ বিক্রি হচ্ছিল ৮০০ টাকা কেজি দরে। বর্তমানে কেজিপ্রতি ৫০-১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯০০-৯৫০ টাকা দরে।
মুরগি বিক্রেতা সেলিম রেজা ও সাদিকুল বলেন, বাজারে সোনালি ১৭০ টাকা, দেশী মুরগি ৩৫০ টাকা, ব্রয়লার ১০৫ টাকা, সোনালি লেয়ার ২০০ টাকা, প্যারেন্স ১৬০-১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে সবজি বাজারে সবজি কিনতে আসা আব্দুল হামিদ, মামুন, রাকিবুল ইসলাম, রুহুল আমিনসহ আরো কয়েকজন ক্রেতা দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, আজ বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি নাই। টমেটো কিনলাম ১২০ টাকা কেজি, পটল কিনলাম ৬০ টাকা কেজি। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, সবজি বাজার আমাদের ক্রয়ক্ষমতা ও বাজেটের বাইরে চলে যাচ্ছে। দিন চালানোই এখন কষ্টকর হয়ে পড়েছে।