শিয়ালায় ডা. রাব্বানীর উঠান বৈঠক ও ফ্রি চিকিৎসা

15

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের শিয়ালা ক্লাব সংলগ্ন মাঠে উঠান বৈঠক করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী।
রবিবার বিকেলে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। এসময় তিনি সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দেন এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া কামনা করেন।
উঠান বৈঠক শেষে ওই এলাকার অসুস্থ ব্যক্তিদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন তিনি। এসময় উপকারভোগী রোগীরা এতে খুশি হন এবং রাব্বানীর জন্য দোয়া করেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শামসুদ্দীন বাবলু, সদস্য আবু সুফিয়ান, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।