শিশু শিক্ষা নিকেতনে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধণা

136

chapai-30-11-16-1চাঁপাইনবাবগঞ্জে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিশু শিক্ষা নিকেতনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার নবাবগঞ্জ সরকারী কলেজের এন.এম খান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু শিক্ষা নিকেতনের সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো. সাইদুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান, নিকেতনের সম্পাদক মনিম উদ দৌলা চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম, স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা কামাল হোসেন। এ সময় নিকেতনের পরিচালনা পর্ষদের সদস্য অব. অধ্যক্ষ সাইদুর রহমান, আলহাজ্ব আব্দুল হান্নান হানু, অব. কলেজ শিক্ষক আজিজুর রহমানসহ জেলার বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, নিকেতনের শিক্ষক মন্ডলী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।