শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে গত কাল সোমবার চাঁপাইনবাবগঞ্জে র্যালী অনুষ্ঠিত হয়েছে। শিশু পেলে অধিকার-খুলবে নতুন বিশ্বদ্বার-এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, জেলা শিশু একাডেমী ও এনসিটিএফ যৌথভাবে এ কর্র্মসূচির আয়োজন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলমসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।