শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ২৩, ২০২৫ by

শিশু ও মায়ের পুষ্টি চাহিদা পূরণে মাশরুম বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মা ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে দুই দিনব্যাপী বসতবাড়িতে মাশরুম উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রশিক্ষণ শেষে ২০ জন অতিদরিদ্র উপকারভোগীর মধ্যে ৫০০ প্যাকেট মাশরুম বীজ বিতরণ করা হয়।
হর্টিকালচার সেন্টারে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র এরিয়া প্রোগ্রাম।
বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীদের পরামর্শ ও মাশরুম চাষে উৎসাহ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ একেএম মনজুরে মাওলা। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. মো. জহুরুল ইসলাম।
অতিথিরা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মাশরুম একটা সময় উপযোগী প্রোটিন সমৃদ্ধি সবজি, যার মধ্যে ঔষধি গুণাগুণ রয়েছে। এই মাশরুম খেতেও সুস্বাদু, যা আমাদের শরীরের পুষ্টি ঘাটতি পূরণসহ বাণিজ্যিকভাবে উৎপাদন করে পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধিও আনতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মি. জেমস বিশ্বাস।
প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. শ্যামল এইচ কস্তা ও সুজন গ্রেগরী।

About The Author

শেয়ার করুন