শিশু আবদুল্লার নতুন ঠিকানা শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্র

30

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাসিক কেস কনফারেন্স সভার সিদ্ধান্ত মোতাবেক সুবিধাবঞ্চিত শিশু মো. আবদুল্লাহ’র (১০) শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ঠাঁই মিলেছে। মঙ্গলবার দুপুরে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সিবিসিপিসি কমিটির ভলান্টিয়ার মোসা. মাইমুনা খাতুন, সোস্যাল ওয়ার্কার আরমান আলী, শিশু সুরক্ষা সমাজকর্মী সেনারুল ইসলাম ও কেস ম্যানেজার মো. ফারুক হোসেনের সহযোগিতায় নতুন ঠিকানা হয়েছে তার। এতে সার্বিক দিকনিদের্শনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। তিনি জানান, শিশু আব্দুল্লাহ যখন মায়ের পেটে তখন তার বাবা মারা যান। পরে সে এ পৃথিবির আলো দেখার পর তার মা অন্যত্র বিয়ে করে চলে যান। শিশুটি তার দাদা-দাদির কাছেই ছিল কিন্তু তার বেড়ে ওঠাটা ছিল ঝুঁকিপূর্ণ। তাই তাকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে নেয়া হয়েছে। এখন থেকে আবদুল্লাহকে লেখাপড়া থেকে শুরু করে প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসিত করা হবে।