শনিবার, ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on এপ্রিল ১৭, ২০২৪ by

শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে ওরিয়েন্টেশন

চাঁপাইনবাবগঞ্জে শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধ বিষয়ে স্থানীয় অংশীজনদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাকক্ষে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম উপস্থাপন করেন সংস্থাটির চাঁপাইনবাবগঞ্জের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মন্ডল। সভাপতিত্ব করেন বালিয়াডাঙা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহসান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান, মাসুদ-উল হক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক নাসিউল আলম, চাঁপাইনবাবগঞ্জ ইমাম সমিতির সভাপতি আব্দুর রহিমসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার ও ধর্মীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন, ওয়ার্ল্ড ভিশন ও ইউনিসেফের সহায়তায় এই ওরিয়েন্টেশনের আয়োজন করে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প।

About The Author

শেয়ার করুন