Last Updated on সেপ্টেম্বর ১৯, ২০২৪ by
শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জে যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান ও উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)’র আয়োজনে ও ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্ল’র সহযোগিতায় ডাউন টু জিরো অ্যালায়েন্স’র স্টেপিং আপ দ্য ফাইট এগেইনেস্ট সেক্সসুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সমাজসেবা অফিসার (রেজি.) মো. ফিরোজ কবির, গোমস্তাপুর উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম। সূচনা বক্তব্য দেন- এসিডির প্রোগ্রাম ম্যানেজার মো. মনিরুল ইসলাম।
বক্তারা যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান ও উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে আলোচনা ছাড়াও শিশু সুরক্ষা, শিশুর অধিকার, বাল্যবিয়ে প্রতিরোধ, মানবাধিকার, কন্যাসন্তানের প্রতি সুদৃষ্টি রাখার বিষয়ে সজাগ হওয়ার আহ্বান জানান।