শিল্পকলা একাডেমির নতুন উদ্যোগ প্রতি রবিবারের চলচ্চিত্র প্রদর্শনী

46

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক কর্মকা-ে গতি আনতে প্রতি মাসেই বেশ কিছু ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। বুধবার পূর্বপ্রস্তুতিমূলক সভাও করা হয়েছে। ওই সভার সিদ্ধান্ত অনুয়ায়ী প্রতি রবিবার চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়াও মাসের ২য় শনিবার ও ১ম, ৩য় সোমবার গোষ্ঠী ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, ২য় মঙ্গলবার নৃত্যানুষ্ঠান, ২য় ও ৪র্থ সোমবার কবিতা আবৃত্তি, যন্ত্রসংগীত, উচ্চাঙ্গ সংগীত, হারাণো দিনের গান, লোক সংগীত ও কিচ্ছা কাহিনীর মধ্যে যে কোন একটির আয়োজন থাকবে।
জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল জানান, সবার জন্য উন্মুক্ত থাকবে আমাদের সকল আয়োজন। সেই সাথে এ আয়োজন গুলোর মাধ্যমে স্থানীয় শিল্পীদের নিজেদের চর্চা ও মেধা বিকাশের একটি সুযোগ সৃষ্টি হবে।