শিল্পকলা একাডেমির উদ্যোগে ৪ দিনের সাংস্কৃতিক উৎসব শুরু

16

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে চারদিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ উৎসব শীর্ষক অনুষ্ঠানে জেলার পাঁচ উপজেলার শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক দলগুলো ঝান্ডি, গম্ভীরা, আলকাপসহ অন্যান্য পরিবেশনা নিয়ে হাজির হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল।
জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত উৎসবে আগামীকাল বৃহস্পতিবার তৃণমূল মানুষের জন্য সংস্কৃতি, আগামী শুক্রবার শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠান এবং আগামী ৩১ জুলাই যন্ত্রসংগীতের ওপর উৎসব অনুষ্ঠিত হবে।