শিবতলায় মন্দির উন্নয়ন কাজের উদ্বোধন

24

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা এলাকায় চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরাণী মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। মন্দিরটির সভাপতি বাসুদেব নন্দির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যটার্জিসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওদুদ বলেন-পবিত্র সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে। এদেশের মানুষ শান্তিপ্রিয়, বিশেষ করে এই চাঁপাইনবাবগঞ্জবাসী আরো শান্তিপ্রিয়। আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করে আসছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার চেষ্টা করছে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের। কোনো দুষ্কৃতিকারী যদি কোনো অপ্রীতিকর কিছু করার চেষ্টা করে তাহলে তার বা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আওয়ামী লীগ আপনাদের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। আপনারাও আগামী নির্বাচনে আওয়ামী লীগের পাশে থাকবেন। পরে তিনি বিভিন্ন পূজাম- পরিদর্শন করেন।