Last Updated on ফেব্রুয়ারি ২৮, ২০২৫ by
শিবগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় মোবাইল ফোন জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে চোরাই পথে আসা ৩০টি ভারতীয় মোবাইল জব্দ করেছে বিজিবি। শুক্রবার ভোর সাড়ে ৫টায় দুর্লভপুর ইউনিয়নের ঝাইলপাড়া এলাকা থেকে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।
বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। অভিযানে চোরাই পথে আসা ৩০টি ভারতীয় মোবাইল জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনগুলো চোরাচালানের উদ্দেশ্যে সীমান্তের নিকটবর্তী চরে লুকিয়ে রাখা হয়েছিল। জব্দকৃত মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।