চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত এলাকায় গত ৫ মাসে ৬টি আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে ৫৯ বিজিবি। সেই সঙ্গে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে পিস্তলসহ একজন আটকের ঘটনায়। শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে রহনপুর ব্যাটালিয়নের (৫৯) বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য জানান। ৫৯ বিজিবির সোনামসজিদ কোম্পানীর সদর দপ্তরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠত হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, গত বৃহস্পতিবার রাত ৯টায় সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারত হতে অবৈধ অস্ত্র নিয়ে বাংলাদেশে আসার কথা জানতে পারি। এমন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির একটি বিশেষ টহল দল তাদের ধরার জন্য সীমান্ত পিলার ১৮৪ মেইন হতে ৩০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক স্ট্যান্ড এলাকায় গাজীমুলের আমবাগানে ওঁৎ পেতে থাকে। অভিযানে নেতৃত্ব দেন রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। এক পর্যায়ে ৪ জন লোক ব্যাটারিচালিত ভ্যানযোগে সোনামসজিদ হতে কানসার্ট যাওয়ার পথে বিজিবি টহল দল ভ্যানের গতি রোধ করে তল্লাশী চালায়। তল্লাশীকালে আব্দুল্লাহ প্রান্ত (২১) নামে একজনের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগাজিন পাওয়া গেলে তাকে আটক করা হয়। আটক প্রান্ত পাবনা জেলার ফরিদপুর থানার বোনাইনগর ফরিদপুর গ্রামের মিলনের ছেলে।
বিজিবির এই কর্মকর্তা আরো জানান, গত ৫ মাস আগে রহনপুর ব্যাটালিয়নে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে ৬টি আগœেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে ৬ জন। সীমান্তে অস্ত্র ও মাদকসহ যে কোনো চোরাচালান বন্ধে বিজিবি সদস্যরা সজাগ রয়েছে।