শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ওষুধ পেলেন চার শতাধিক মানুষ

9

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ৫৩ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে মিডিকেল ক্যাম্পে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুটাপাড়া গ্রামের সীমান্তবর্তী বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুসহ ৪০০ জন গরীব দুস্থকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা প্রদান করেন মেডিকেল অফিসার ডা. ফুয়াদ কবির। এসময় মাসুদপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মো. আইন উদ্দিন, বিভিন্ন পদবীর বিজিবি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।