শিবগঞ্জ সীমান্তে ১২ হাজার ইয়াবা উদ্ধার বিজিবির

12

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের ওয়াহেদপুর বিওপির সদস্যরা ইয়াবাগুলো উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায় নি। ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান খান জানান, আজ (গতকাল) বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ৫৩ বিজিবির অধীনস্থ ওয়াহেদপুর বিওপির একটি টহলদল হাবিলদার মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে সীমান্ত পিলার ১০/৩-এস হতে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় পাঁকা ইউনিয়নের শ্যামপুর মাঠ এলাকায় অজ্ঞাত একজন ব্যক্তিকে সন্দেহ হলে তাকে তল্লাশির জন্য বলা হয়। এসময় সে তার থাকা একটি ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।