শিবগঞ্জ সীমান্তে হেরোইন ও ইয়াবা উদ্ধার বিজিবির

15

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন ও ৫ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল এই অভিযান চালায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় কামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে কিছু চোরাকারবারি ভারত হতে বিপুল পরিমাণ মাদক নিয়ে বাংলাদেশে আসবে। এমন তথ্যের ভিত্তিতে রহনপুর ব্যাটালিয়নের হাবিলদার মো. জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৮/৩ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতবাড়ি নামক স্থানে ওঁৎপেতে থাকে। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে চোরাকারবারিরা ভারত হতে মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি টহল দলের ধাওয়া খেয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। যাবার সময় বিজিবির ধাওয়ায় একটি বস্তা ফেলে যায়। পরবর্তীতে টহল দল ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন ও ৫ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।