শিবগঞ্জ সীমান্তে হেরোইন ও ওষুধ উদ্ধার বিজিবির

29

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ২ কেজি হেরোইন ও চৌকা সীমান্তে ৫৮ হাজার পিস ভারতীয় ওষুধ (ডেক্সামেথাসোন ট্যাবলেট) উদ্ধার করেছে বিজিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/৪ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
এছাড়া নিজস্ব তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চৌকা বিওপির হাবিলদার মো. রেজাউল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৫/১-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পারচৌকা রাঘববাটিবিল নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ৫৮ হাজার পিস ভারতীয় ওষুধ (ডেক্সামেথাসোন ট্যাবলেট)।
৫৯ বিজিবির শীর্ষ এই কর্মকর্তা বলেন, ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।